২৮ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
১৪৭টি  দুর্গাপূজা মণ্ডপে নিজাম হাজারী এমপির অনুদান
  • Updated Oct 04 2023
  • / 184 Read

 

স্টাফ রিপোর্টার: 
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির ব্যক্তিগত পক্ষ থেকে ১৪৭টি পূজামণ্ডপকে অনুদান দেওয়া হয়েছে। 
গতকাল মঙ্গলবার ফেনী পৌরসভাস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থেকে পূজামণ্ডপের প্রতিনিধির হাতে এই অনুদান তুলে দেন। এ সময় তিনি দশমী ঘাটের নির্মাণ কাজের জন্য ১৫ লক্ষ টাকা ঘোষণা করেন। 


এসময় নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, বর্তমান সরকারের সময়ে হিন্দুরা নিরাপদে আছেন। আগামীতে হিন্দুদের জানমাল’র নিরাপত্তার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয়ে নির্ভয়ে কাজ করুন। 
এবং সদর আসনে তিনি যাকে মনোনীত করে আমরা সকলই মিলে তার জন্য কাজ করবো। আওয়ামী লীগ সরকার থাকলে আপনারা শান্তিতে বসবাস করতে পারবে। 


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফোনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ পতন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমির কর, পূজা উদযাপন পরিষদের সদস্য ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিমল কান্তি পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিরা।

Tags :

Share News

Copy Link

Comments *